ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাহুল গান্ধীকে কাশ্মীরে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে রবিবার পুর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দারের উদ্যোগে বর্ধমানের উল্লাস মোড়ে ২ নং জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রায় মিনিট কুড়ি অবরোধ চলার পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। একইসঙ্গে এদিন গলসী সহ জেলার বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন মেমারি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামল সরকার, উজ্জল সোম, শেখ শাহনাজ হেলালুদ্দীন আহমেদ, সুদীপ দাস, উৎপল চট্টরাজ, শুভদীপ চৌধুরি, অনিক সাহা, আকিব জাবেদ, সুধাংশু কুন্ডু, শম্ভু হালদার, প্রমূখ।