ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ সোমবার ভর সন্ধ্যায় তৃনমূলের পার্টি অফিসে আক্রমন চালিয়ে বাইক সহ অফিসে ভাঙচুর, বোমাবাজি ও কর্মী সমর্থকদের উপর ব্যাপক মারধোরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের বেলকাশ পঞ্চায়েতের মেটাল ডিভিসি এলাকায়। অভিযোগের তীর বিজেপির দিকে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হয়েছে দুজন। আরও তিনজন জখম হয়েছে বলে স্থানীও তৃনমূল নেতৃত্বের দাবী।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান জানিয়েছেন, এদিন স্থানীও বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এদের মধ্যে একদল সদ্য সিপিএম থেকে বিজেপিতে ঢুকেছে। এই নব্য আর পুরনো বিজেপি কর্মীরাই এদিন তৃণমূলের দলীয় পার্টি অফিসে ভাঙচুর চালায়। লাঠি, বাঁশ প্রভৃতি দিয়ে দলের কর্মীদের ব্যাপক মারধোর করা হয়। এলাকায় আতংক তৈরি করতে বোমাবাজিও করে এই দুষ্কৃতিরা। এই ঘটনায় তৃণমূলের ৫ জন গুরুতর জখম হয়েছে। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে কয়েকটি বোমাও উদ্ধার করেছে পুলিশ।