Headlines
Loading...
দেড়মাস বেতন নেই,ঈদের আগে সংকটে বর্ধমান ষ্টেশনের চুক্তিভিত্তিক কর্মীরা

দেড়মাস বেতন নেই,ঈদের আগে সংকটে বর্ধমান ষ্টেশনের চুক্তিভিত্তিক কর্মীরা



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ আর কদিন পরেই খুশীর ঈদ। কিন্তু এখনও জোটেনি বেতন। ফলে পরিবারের সদস্যদের কাছে ঈদ আদপেই খুশীর হবে নাকি দুঃখের সেই আশংকায় এখন দিন গুনছেন বর্ধমান রেলওয়ে ষ্টেশনের প্রায় ৮২ জন চুক্তিভিত্তিক কর্মী এবং তাঁদের পরিবার। রেল সূত্রে জানা গেছে, বর্ধমান ষ্টেশনে রয়েছেন ৮২ জন শ্রমিক। ঠিকাদারের অধীনে এই কর্মীরা কাজ করেন। মুলত এই কর্মীরা ষ্টেশন চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। অভিযোগ, প্রায় দেড় মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো তাদের বেতন হয়নি। জানা গেছে, এই কর্মীদের মধ্যে বেশীরভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত। কিন্তু এখনও বেতন না পাওয়ায় তাঁদের ঈদের অনুষ্ঠান কিভাবে পালন করবেন বুঝে উঠতে পারছেন না। এর সংগে রয়েছে প্রতিদিনের রোজার উপবাস ভাঙার খরচও। 

রবিবার শ্রমিকদের এই বেতন না পাওয়ায় জেলা আই এন টি টি ইউ সি র অনুমোদিত রেলওয়ে কন্ট্রাক্টর লেবার ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ দেখানো হল বর্ধমান ষ্টেশন মাষ্টারকে। বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকার যেখানে স্বচ্ছ ভারত মিশনের কথা বলেন, সেখানে খোদ রেল দপ্তরেই যাঁরা ঠিকাদারের অধীনে বর্ধমান ষ্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাঁদেরই বেতন জুটছে না। তিনি জানিয়েছেন, ঈদের আগে টাকা না পাওয়ায় কঠিন সমস্যায় পড়েছেন কর্মীরা। কারণ তাঁরা মনে করছেন আগামী বুধবার ঈদ অনুষ্ঠিত হতে পারে। কিন্তু তার আগে পরিবারের সদস্যদের নতুন জামাকাপড় কেনা থেকে ঈদের অনুষ্ঠান পালনে অনেক অর্থের প্রয়োজন। কিন্তু টাকা না থাকায় চরম সংকটে পড়েছেন কর্মীরা। তিনি জানিয়েছেন, এদিন ষ্টেশন মাষ্টারের কাছে তাঁরা এই বিষয় নিয়ে জানাতে গিয়েছিলেন। কিন্তু তিনি অফিসে ছিলেন না। গোটা বিষয়টি রেলের উর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে। এদিকে বেতন না পাওয়ায় রবিবার সকাল থেকেই শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় বর্ধমান ষ্টেশন এলাকায় জমতে শুরু করল আবর্জনার স্তুপ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});