Headlines
Loading...
মানষিক ভারসাম্যহীনকে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ

মানষিক ভারসাম্যহীনকে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ কাঁকসা থানার আড়া গ্রামের এক মানষিক ভারসাম্য হীন ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম শংকর মন্ডল (৪২)। বাড়ি কাঁকসা থানার আড়া গ্রামেই। মৃতের পরিবার সুত্রে জানা গেছে, গত ৩১ মে থেকেই নিখোঁজ ছিলেন শংকর মন্ডল। তিনি মানষিক ভারসাম্যহীন থাকায় তাঁর চিকিৎসাও চলছিল। 

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার আচমকাই বাড়ি থেকে তিনি বেড়িয়ে যান। এরপর বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজিও করেন। কিন্তু পাননি। রবিবার সকালে আউশগ্রাম থানার পুলিশ দেবশালা অঞ্চলের রাঙাকেলি গ্রামের আদিবাসী পাড়ায় একটি ক্লাব ঘরের সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানষিক ভারসাম্যহীনতার জন্যই ঘুরতে ঘুরতে শংকর মন্ডল ওই আদিবাসী পাড়ায় ঢুকে পড়ে। শনিবার ওই আদিবাসীপাড়ায় একটি অনুষ্ঠানও চলছিল। পুলিশের প্রাথমিক সন্দেহ, গভীর রাতে গ্রামে ঢোকায় তাকে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়। এরপর মৃতদেহ স্থানীয় ক্লাব ঘরের সামনে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি খুনের অভিযোগ করা হয়েছে। আউশগ্রাম থানার পুলিশ তদন্তে নেমেছে। কোনো গ্রেপ্তারের খবর মেলেনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});