Headlines
Loading...
রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল, জেনে নিন কি ভাবে জানবেন

রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল, জেনে নিন কি ভাবে জানবেন


ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক ৷ আর তারই ফল প্রকাশ আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ৷ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণির পড়ুয়ারা ফল প্রকাশের কিছু পরেই হাতে মার্কশিট পেয়ে যাবে ৷ মঙ্গলবার সকাল ৯টায় মাধ্যমিকের ফল ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ৷

২০১৮ সালের থেকে এবার অনেক আগেই ফলপ্রকাশ করা হচ্ছে ৷ গতবছর ৬ জুন ফল ঘোষণা হয়েছিল ৷ পাশের হার ছিল ৮৫.৪৯ শতাংশ ৷ এবার অবশ্য ভোটের কারণে পরীক্ষা শুরু হয় অনেক আগে ১২ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। তাদের মধ্যে ৬ লক্ষ ৩ হাজার ৩১১ জন মেয়ে ৷ এবং ৪ লক্ষ ৬১ হাজার ৬৬৯ জন ছেলে পরীক্ষার্থী ৷

কৃতি পরীক্ষার্থীরা সরাসরি টিভি থেকেই তাদের ফল জানতে পারলেও বাকি ছাত্রছাত্রীরা অনলাইনে ফল জানতে পারবে। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল সাইট হল wbbse.org or wbresults.nic.in ৷ এবার মাধ্যমিক রেজাল্ট ২০১৯ লিঙ্কে ক্লিক করতে হবে ৷ লিঙ্কে ক্লিক করার পর সেখানে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে ৷ তথ্যগুলি সাবমিট করার পর কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে রেজাল্ট ৷ এরপর ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিন ৷

পরীক্ষার্থীরা চাইলে এসএমএসেও ফল জানতে পারবেন ৷ তার জন্য এসএমএসে গিয়ে ইংরেজিতে ডব্লুবি১০ লিখে একটা স্পেশ দিয়ে রোল নম্বর দিতে হবে ৷ তারপর এসএমএসটি ৫৬২৬৩ তে পাঠিয়ে দিতে হবে ৷ ততক্ষণে যদি রেজাল্ট ঘোষণা হয়ে যায় তাহলে ম্যাসেজ বক্সে নম্বর জানিয়ে দেওয়া হবে ৷

এগুলি ছাড়া আরও কিছু থার্ডপার্টি ওয়েবসাইট আছে যেখান থেকে মাধ্যমিকের ফল জানা যাবে ৷ সেগুলি হলঃ examresults.net / indiaresults.nic.in / results.gov.in / jagranjosh.com
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});