ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ রবিবারসিয় সন্ধ্যায় বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হল নৈতালিম এর রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান। কানায় কানায় দর্শক পূর্ণ সভাগৃহে পরিবেশিত হল রবীন্দ্রনাথের নৃত্য নাটিকা মেঘদূত এবং শ্যামা। এদিন সন্ধ্যায় নজরুল ইসলামের 'সৃজন ছন্দে' গানের তালে নৈতালিমের একঝাক নৃত্যশিল্পীর উদ্বোধনী নৃত্য উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয়। সংস্থার কর্নাধার তথা প্রখ্যাত নৃত্যশিল্পী অনন্যা চ্যাটার্জী জানিয়েছেন, বিগত ৯ বছর ধরে নৈতালিম নৃত্য সংস্থা শহরে সুনামের সঙ্গে নৃত্য প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিবছরই সংস্থার শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের নৃত্যানুষ্ঠানের আয়োজন করে থাকে।
এদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সদস্যা কাকলি রেজা, বিশিষ্ঠ সমাজসেবী মহঃ আশরাফউদ্দিন (বাবু), শিশু চিকিৎসক ডাঃ রাসবিহারী ধোনি প্রমুখ।