ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ আই এস সি বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বেষ্ট ফোর সাবজেক্টে ৪০০ র মধ্যে ৩৯৬ নং পেয়ে নজীর গড়ে তোলা বর্ধমান শহরের জগৎ বেড় কালাচাঁদতলার বাসিন্দা সম্বৃতা ভট্টাচার্যকে শুক্রবার সম্বর্ধনা দিল জেলা বিজেপি যুবমোর্চার সভাপতি শ্যামল রায়ের নেতৃত্বে একদল প্রতিনিধি দল। বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী সম্বৃতা জানিয়েছে, এই সম্বর্ধনায় সে খুশী। আগামী দিনে সে আরও ভালো রেজাল্ট করতে চায়।