Headlines
Loading...
বর্ধমানে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার সেচ দপ্তরের কর্মী

বর্ধমানে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার সেচ দপ্তরের কর্মী


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পূর্ব বর্ধমানের সেচ দপ্তরের এক কর্মীকে গাড়ি চুরির অভিযোগে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করলো। ধৃতের নাম সুব্রত রায়। বাড়ি বর্ধমান শহরের ডিভিসি মোড় এলাকায়। মঙ্গলবার রাতে বর্ধমান থানার পুলিশের হাতে তাকে তুলে দেয় স্থানীয় মানুষজন। জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারী বর্ধমানের উল্লাস বাস টার্মিনাসের মোটর সাইকেল স্ট্যাণ্ড থেকে একটি বাইক চুরি হয়। বাস টার্মিনাসের সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে চোরের ছবি বের করা হয়। এরপর ছবি নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। মঙ্গলবার রাতে বর্ধমানের জিটি রোডের ডিভিসি মোড়ের কাছে সাধারণ মানুষকে চোরের ছবি দেখিয়ে সুব্রত রায়ের সন্ধান মেলে। প্রথমে তার বাড়িতে হানা দিয়ে মোটর সাইকেল স্ট্যাণ্ডের কর্মীরা তাকে ধরার পাশাপাশি চুরি হওয়া বাইকেরও সন্ধান পায়। শুরু হয় উত্তম মধ্যম। এরপর খবর দেওয়া হলে বর্ধমান থানার পুলিশ গিয়ে সুব্রত রায়কে গ্রেপ্তার করে। এব্যাপারে ধৃত সুব্রত রায় স্বীকার করেছেন তিনি এই প্রথমবার এই বাইক চুরি করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});