Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে চালু বায়ো ডাইজেষ্টার ভ্রাম্যমাণ শৌচাগার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে চালু বায়ো ডাইজেষ্টার ভ্রাম্যমাণ শৌচাগার


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পুর্ব বর্ধমান জেলা নির্মল জেলা। কিন্তু অনেক সময়ই কোনো মেলা বা বড় সমাবেশ হলে সেখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা না থাকায় প্রায়শই সমস্যা দেখা দেয়। আর তাই পুর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার জেলার ৪ টি মহকুমার জন্য প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করে চালু হল ভ্রাম্যমাণ বায়ো ডাইজেষ্টার শৌচাগার। 

বেসরকারী ক্ষেত্রে এই শৌচাগারকে ভাড়াও দেবে জেলা পরিষদ কর্তৃপক্ষ। এদিন এই শৌচাগারের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব,জেলা নির্মল বাংলা প্রকল্পের কোর্ডিনেটর তপন পাল প্রমুখরাও। জানা গেছে, প্রতিটি এই ভ্রাম্যমাণ গাড়িতে রয়েছে দুটি মহিলা ও দুটি পুরুষ শৌচাগার। বায়ো ডাইজেষ্টার প্রথায় তৈরী হওয়ায় কোনো দূষণের সম্ভাবনা থাকছে না। পরিত্যক্ত বর্জ্য পদার্থ ৭২ ঘণ্টার মধ্যে পরিশুদ্ধ জলে পরিণত হবে এবং তা পুনরায় ব্যবহার করা যাবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});