Headlines
Loading...
লোধা (শবর) দের স্বনির্ভর করতে উদ্যোগ রাজ্য সরকারের

লোধা (শবর) দের স্বনির্ভর করতে উদ্যোগ রাজ্য সরকারের



ফোকাস বেঙ্গল ডেস্ক,শালবনীঃ শালবনী পঞ্চায়েত সমিতি ও প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে পীরচক গ্রামে লোধা (শবর) দের স্বনির্ভর করতে উদ্যোগ নিলো ব্লক প্রশাসন। শালবনি ব্লকের সম্পূর্ণ জঙ্গলঘেরা কার্নগড় অঞ্চলের লোধা অধ্যুসিত গ্রাম পিরচক। এই গ্রামে ১০ টি লোধা পরিবারের বাস। সেই ১০ টি পরিবারের মহিলাদের সাবলম্বী করে তুলতে শালবনি পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো ছাগল। পিরচক গ্রাম ছাড়াও ব্লকের অনান্য এলাকার ৮০ জন মহিলাকেও ছাগল প্রদান করা হয়। পাশাপাশি পিরচক গ্রামে পানিও জলের জন্য স্থাপন করা হচ্ছে সোলার সাবমার্সিবল পাম্প।



উদ্যোক্তাদের মধ্য পূর্ত কর্মাধ্যক্ষ সন্দিপ সিংহ বলেন, প্রত্যন্ত এই এলাকার মানুষদের আরও বেশি করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে সরকারের এই উদ্যোগ। গ্রামবাসী সুকুমার নায়েক জানান, এর ফলে সকলের উপকার হবে, স্বনির্ভর হওয়ার সুযোগ পাবে। উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, শালবনী প্রানী সম্পদ বিকাশের আধিকারিক সৌমিত্র ঘোষ, সমাজসেবী মৃণাল কোটাল প্রমুখ। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});