Headlines
Loading...
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গ্রেপ্তার ৪

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গ্রেপ্তার ৪


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ গলসি থানার শিড়রাই গ্রামের পশ্চিমপাড়ায় শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গলসী থানার পুলিশ। ধৃতদের নাম সিরাজুল হক মল্লিক, আলাউদ্দিন মল্লিক, রিয়াসত মল্লিক ও রুপমান মল্লিক। শিড়রাই গ্রামে তাদের বাড়ি। ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে সিরাজুল ও রিয়াসতকে ৫ দিন পুলিশী হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। তাদের ৩ দিন পুলিশী হেপাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। বাকিদের বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 
.
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সকাল সাড়ে ১০টা নাগাদ শিড়রাই গ্রামের পশ্চিমপাড়ায় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ লাঠি, রড, বাঁশ প্রভৃতি নিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালীন ব্যাপক বোমাবাজি হয়। কয়েকটি বাড়িতে ভাঙচুরও হয়। পুলিশের সামনেই বোমাবাজি হয়। এই ঘটনায় গলসী থানার সাব-ইনসপেক্টর কৃষ্ণকান্ত বিশ্বাস ৪৮ জনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেছেন। তাতে পঞ্চায়েত সদস্য শেখ জাহাদুর ওরফে সাবলু এবং দলের তাঁর বিরোধী গোষ্ঠীর কাজল মল্লিকের নামও রয়েছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এলাকার দখল নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটেই চলেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});