Headlines
Loading...
ফের এটিএম প্রতারণার ঘটনায় চাঞ্চল্য বর্ধমানে

ফের এটিএম প্রতারণার ঘটনায় চাঞ্চল্য বর্ধমানে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ এবার কোনো ফোন কল ও ওটিপি নম্বর ছাড়াই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১৭ হাজার টাকা। এই ঘটনায় বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বর্ধমানের কাঞ্চননগর উদয়পল্লীর বাসিন্দা পেশায় নাপিত অলোক দাস। অলোকবাবু জানিয়েছে্ন, গত ২৪ ফেব্রুয়ারী কাঞ্চননগরের ষ্টেট ব্যাঙ্কের শাখায় তিনি টাকা তুলতে যান। ব্যাঙ্কের বই আপডেট করে জানতে পারেন তার ব্যাঙ্কে সঞ্চিত ১৭ হাজার ১৪৫ টাকার মধ্যে ১৫ ফেব্রুয়ারী তার অ্যাকাউন্ট থেকে ১৭ হাজার টাকা রামগড়ের কুজু মান্ডু নামে এটিএম থেকে তোলা হয়েছে। অথচ কোনো ওটিপি নম্বর বা ম্যাসেজ তার ফোনে আসেনি বলে তিনি জানিয়েছেন। প্রতারিত হয়েছেন বুঝে তিনি প্রথমে ব্যাঙ্কের শাখায় ও পরে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});