Headlines
Loading...
বর্ধমান হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা অসুস্থ ছাত্রীর

বর্ধমান হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা অসুস্থ ছাত্রীর

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডের বেডে বসেই শনিবার মাধ্যমিকের ভুগোল পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। খণ্ডঘোষের কামালপুরের বাসিন্দা এবং মাছখান্দা হাইস্কুলের এবারের মাধ্যমিকের পরীক্ষার্থী নুর বাহার খাতুনের সিট পড়েছে বর্ধমানের তেজগঞ্জ হাইস্কুলে। শুক্রবার ইতিহাস পরীক্ষার দিন পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্টে ভুগতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপর আর সে পরীক্ষা দিতে পারেনি। শনিবার ছিল ভুগোল পরীক্ষা। ওই ছাত্রীর আবেদন মেনে এদিন হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডেই তাকে ভূগোল পরীক্ষা দেবার ব্যবস্থা করা হয়। রীতিমত মুখে মাক্স পরেই স্যালাইনের সূচ বেঁধা হাতেই এদিন ভুগোল পরীক্ষা দিয়েছে সে। হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই ওই ছাত্রী সর্দিকাশিতে ভুগছিল। শুক্রবার থেকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। শনিবারও তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল না। কার্যত মনের জোরেই সে পরীক্ষা দিচ্ছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});