Headlines
Loading...
বর্ধমানের সিভিক ভলেণ্টিয়ার খুনে ধৃত কাকা সহ ৩

বর্ধমানের সিভিক ভলেণ্টিয়ার খুনে ধৃত কাকা সহ ৩

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ গত ৪ ফেব্রুয়ারী বর্ধমানের দেওয়ানদিঘী থানার সিভিক ভলেণ্টিয়ার পূর্ব বর্ধমানের রায়পুর কাশিয়ারার বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষকে খুনের ঘটনায় অবশেষে পুলিশ গ্রেপ্তার করল মৃতের কাকা সহ এক সুপারি কিলার এবং মৃতের বন্ধুকে। ধৃত কাকার নাম মোহন ঘোষ ওরফে বিপ্লব।

কয়েকদিন আগেই তদন্তের প্রয়োজনে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপরই পুলিশ নিশ্চিত হয় রবীন্দ্রনাথ ঘোষকে খুনের ঘটনায় কাকা মোহন ঘোষ ৩ লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলার নিয়োগ করেন এবং পরিকল্পনামাফিক তাকে খুন করা হয়। গত ৪ ফেব্রুয়ারী রবীন্দ্রনাথের মৃতদেহ উদ্ধার হয় বর্ধমানের কাঞ্চননগর রথতলায় বাঁকা নদীর ব্রীজের তলা থেকে। পুলিশ জানতে পারে, পরিকল্পনামাফিক রবীন্দ্রনাথ ঘোষের বন্ধু রাজু মুণ্ডা তাকে ফোন করে ডেকে পাঠায়। সেখানেই মানবেন্দ্র চাকি নামে এক ভাড়াটিয়া খুনীকে আগে থেকেই তৈরী করে রাখা হয়। মোটরসাইকেল নিয়ে সেখানে রবীন্দ্রনাথ ঘোষ পৌঁছালে তার মাথায় হাতুড়ি মেরে খুন করা হয়। পরে মৃতদেহ বাঁকা খালের ব্রীজের নীচে ফেলে রাখা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});