Headlines
Loading...
শহরে নয়া অত্যাধুনিক ক্যান্সার নিরাময় কেন্দ্র

শহরে নয়া অত্যাধুনিক ক্যান্সার নিরাময় কেন্দ্র



সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ কেমোথেরাপি থেকে শুরু করে রেডিয়েশন সহ নানা পদ্ধতির ব্যবহার চললেও কিছু কিছু ক্ষেত্রে এইসব ওষুধও হার মানে ক্যান্সারের কাছে। তাই শরীরে একবার ক্যান্সার থাবা বসালে শরীরের উপর যতটা না চাপ পড়ে, তার থেকেও বেশি চাপ পড়ে মানসিক দিক থেকে। মহানগরীর বুকে তৈরী হলো একটি নতুন ক্যান্সার হাসপাতাল। অত্যাধুনিক নিউক্লিয়ার মেডিসিন দ্বারা ক্যান্সারের ট্রিটমেন্ট এখন হবে এই শহরেই। নয়াবাদের নেতাজি সুভাস চন্দ্র বসু ক্যান্সার হাসপাতালে এই পদ্ধতিতে চিকিৎসা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবার শহরের এক বেসরকারী হাসপাতালে এই প্রযুক্তির উদ্বোধন হলো বৃহস্পতিবার। 

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ ও ডাঃ নির্মল মাঝি প্রমুখ। অত্যাধুনিক প্রযুক্তিকে সাথে নিয়ে সম্পূর্ণ নতুন একটি হাসপাতাল তৈরী হলো শহরে। হাসপাতাল সূত্রের খবর, সেখানে লিনিয়র অ্যাক্সিলারেটরের মত প্রযুক্তির সাথে সাথে রয়েছে পেট সিটি স্ক্যান-এর সুবিধাও। এর সাথেই রয়েছে ক্যান্সার চিকিৎসায় কার্যকরী বিটা অ্যান্ড গামা থেরাপির সুযোগও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});