Headlines
Loading...
বর্ধমানে রক্তদান শিবিরের মাধ্যমেই মেয়ের জন্মদিন পালন

বর্ধমানে রক্তদান শিবিরের মাধ্যমেই মেয়ের জন্মদিন পালন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কাজ করার সুবাদে তিনি দেখেছেন প্রতিদিন কত অসহায় বাবা-মা,অভিভাবকরা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে এসে রক্তের জন্য ফিরে যান। অসহায় লাগে তাদের দেখে। আর তাই নিজের মেয়ের ৫ বছরের জন্মদিনে লোকজন ডেকে ভুরিভোজ নয়, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে আয়োজন করলেন রক্তদান শিবিরের। অভিনব এই উদ্যোগের সাক্ষী থাকলেন বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার ছিল শ্রীদাত্রী কুণ্ডুর জন্মদিন। শ্রীদাত্রীর বাবা বিপ্লব কুণ্ডু বর্ধমান ব্ল্যাড ব্যাঙ্কের কর্মী। তিনি জানিয়েছেন, এদিন ৩০জন রক্ত দিয়েছেন। আর রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা। শ্রীদাত্রীর মা শতাব্দী কুণ্ডু জানিয়েছেন, লোকজন ডেকে খাওয়ানোতে একধরণের আনন্দ আছে ঠিকই কিন্তু এদিনের এই আয়োজনে আনন্দ আরও বেড়েছে। নিজের মেয়ের জন্মদিনেই আরও ৩০জনের শরীরে রক্ত দিয়ে তাঁদের বেঁচে থাকার সাহায্য করা গেছে।উল্লেখ্য,পাঁচবছরের শ্রীদাত্রীর জন্মদিনে সব অনুষ্ঠানের খরচ কমিয়ে রক্তদান শিবিরের এই আয়োজন করে স্থানীয় স্বামীজি সংঘ।
                                                                                                                        ছবি - ফাইল 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});