Headlines
Loading...
আশা জাগালো ১৪তম আন্তর্জাতিক সমাজ সংযোগ চলচ্চিত্র উৎসব, পুরস্কৃত ছবি ইনসাইডার

আশা জাগালো ১৪তম আন্তর্জাতিক সমাজ সংযোগ চলচ্চিত্র উৎসব, পুরস্কৃত ছবি ইনসাইডার


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত রুপকলা কেন্দ্র ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ১৪ তম আন্তর্জাতিক সমাজ সংযোগ চলচ্চিত্র উৎসব ৷ বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলী সভাগৃহে বুধবার এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী, মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক শ্বাশতী ব্যানার্জী, অনুষ্ঠানের কনভেনার ডা: রাজেস দাস সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ ৷ বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও রিসোর্স পার্সন ঋতব্রত ভট্টাচার্য, অরোরা ফিল্মস এর কর্ণধার অঞ্জন বাসু সহ অনেকে ৷


অনুষ্ঠানে প্রদর্শিত ছবিগুলি নির্বাচিত হয়ে আসে রুপকলা কেন্দ্র থেকে ৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রিদের তৈরি করা বেশ কয়েকটি ছবি ও তথ্যচিত্র এদিন প্রদর্শিত হয় এই উৎসবে ৷ দেখানো হয় সুশ্বেতা চক্রবর্তী ও তার সহকারীদের ছবি আজব জলপান। যা উপস্থিত দর্শকদের অন্যস্বাদের আস্বাস দেয়। দেখানো হলো বিশ্ববিদ্যালয়েরই ছাত্র অভিক এর তথ্যচিত্র ৷ বিশেষ ভাবে নির্বাচিত হয় আরেক ছাত্র শুভজিৎ ঘোষ এর ছবি 'সাউন্ড অফ সাইলেন্স' ৷ এছারাও প্রদর্শিত হলো বর্ধমানেরই ছেলে কেকে মল্লিক এর ছবি - ইনসাইডার ৷ ছবিটি এই সমাজ সংযোগ চলচ্চিত্র উৎসবের অন্তর্গত রাজ্যের প্রতিটি জেলায় প্রদর্শন এর জন্য রুপকলা কেন্দ্র থেকে বিশেষ ভাবে নির্বাচিত হয়েছে ৷ ছবিতে দেখানো হয়েছে - অমানবিকতার বিরুদ্ধে লড়াই করা ছোট্ট এক শিশুর বন্দিদশার গল্প ৷ এই ছবিতে কোন সংলাপ ব্যাবহার হয়নি ৷ আছে শুধুই আবহ সঙ্গীত ৷

ইনসাইডার -এ শিশু চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োলেন বর্ধমান টাউন স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র শিবাংশু বিশ্বাস ৷ উল্লেক্ষ্য, ছবিটি এর আগে অন্ধ্রপ্রদেশের কুরনূল ফিল্ম ফেস্টিভ্যাল - এ এ্যাওয়ার্ড পেয়েছে। দেখানো হয়েছে বর্ধমান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এও ৷ এই উৎসব আগামী দিনে আরো বড় ভাবে করার জন্য সব ধরনের সাহায্যের কথা জানান উপাচার্য অধ্যাপক নিমাই চন্দ্র সাহা ৷ অন্যদিকে প্রদর্শিত হওয়া ছবিগুলির প্রশংসার সাথে কিছু ভুলত্র্রটিও ধরিয়ে দেন সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য এবং অরোরা ফিল্মস এর কর্ণধার অঞ্জন বাসু ৷ অনুষ্টানে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারীক কুশল চক্রবর্তী বরণ করে নেন অতিথিদের ৷ এছারাও সন্মান ও শংসাপত্র তুলে দেন ছাত্রছাত্রীদের ৷ অনুষ্ঠানটিকে সুন্দর ভাবে সঞ্চালনা করেন চলচ্চিত্র উৎসবের কনভেনার ডা:রাজেশ দাস ৷ এই চলচ্চিত্র উৎসব ছাত্র ছাত্রীদের নতুন কিছু করার প্রেরনা দিয়ে গেলো বলেই উপস্থিত সকলে মত প্রকাশ করেছেন।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});