Headlines
Loading...
শহরে তিনদিন ব্যাপী দশম ইণ্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল মিট

শহরে তিনদিন ব্যাপী দশম ইণ্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল মিট



সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বর্তমানে কোলকাতার বুকে যখন কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন দুই পুলিশ বিভাগের কর্মকাণ্ডকে নিয়ে অশান্তির বাতাবরণ শুরু হয়েছে, ঠিক তখন কোলকাতার ট্যাংরা অঞ্চলে অবস্থিত সেবা কেন্দ্রে আয়োজিত হলো তিনদিন ব্যাপি ‘ওয়ার্ল্ড এপোস্টোলেট অব ফতিমা’-র তৃতীয় এশিয়ান কংগ্রেস তথা ১০ম ইণ্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল মিট।

সাংবাদিকদের সাথে এই অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে গিয়ে আর্চ বিশপ টমাস ডি’সুজা জানান, “১৯১৭ সালে যখন প্রথম বিশ্ব যুদ্ধ চলছিল, তখন পর্তুগালের ফতিমা নামের এক গ্রামে তিন নিষ্পাপ শিশু লুসিয়া, জাসিন্তা ও ফ্রান্সিসকো-র সামনে আবির্ভূত হয়ে মা মেরি বলেছিলেন-তোমরা প্রার্থনা করো যুদ্ধ থেমে যাবে। শান্তি স্থাপনের জন্য তিনি ত্যাগ, সংযম ও সৌভ্রাতৃত্ব প্রদর্শনের নির্দেশ দিয়েছিলেন। তাঁর সেই আজ্ঞাকে স্মরণে রেখেই এই আলোচনা সভার আয়োজন। মোট ১৫০ জন অতিথি এখানে সমবেত হয়েছেন। ৬০ জন এসেছেন ভারতের বাইরে এশিয়ার অন্যান্য দেশ থেকে। ৯০ জন রয়েছেন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে। ভগবানের আশীর্বাদ পেতে গেলে আগে নিজেদের মধ্যে শান্তি রাখাটা প্রযোজন, সমাজের কাছে এই বার্তা দিতেই আমাদের এই আয়োজন।”  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});