Headlines
Loading...
সেনাদের ছবি এঁকে সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় প্রথম কালনার অঙ্কনা

সেনাদের ছবি এঁকে সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় প্রথম কালনার অঙ্কনা



ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ বন্যায় আটকে পড়া ছাত্র ছাত্রীদের বিপদের হাত থেকে উদ্ধার করছেন ভারতীয় সেনারা - এই ছবি এঁকে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে তাকে লাগিয়ে দিয়েছে কালনার হাটগাছা গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী অঙ্কনা পাল। কিন্তু পুরস্কার জিতে বাড়ি ফিরেই আনন্দটা দুঃখে বদলে গেলো অঙ্কনার। সৈন্যদের ছবি একে পুরস্কার জিতলেও কাশ্মীরে জঙ্গি হামলায় বহু সেনা জওয়ান শহীদের ঘটনায় তার শিশুমনে ভীষণ ভাবে প্রভাব পড়েছে। আর এই ঘটনায় দারুন ভাবে ভেঙে পড়েছে ছোট্ট অঙ্কনা। 

সামনে থেকে সৈন্যদের দেখিনি, তবে দেশ রক্ষায় সেনাদের ভূমিকা সম্মন্ধে খুব ভালোভাবে অয়াকিবহল - জানালেন কালনার হাটগাছা গ্রামের ছোট্ট অঙ্কনা পাল। একটি বেসরকারি আন্তর্জাতিক রং পেন্সিল সংস্থার উদ্যোগে সারা ভারত অঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল কালনার কলাসঙ্গম স্কুলের ছাত্রী অঙ্কনা পাল। এই প্রতিযোগিতার বিষয় ছিল - সেনার উদ্দেশ্যে বার্তা পাঠানো।কেরালায় বন্যায় আটকে পড়া স্কুল ছাত্রী ও সাধারণ মানুষকে উদ্ধার করছে ভারতীয় সেনা, রং পেন্সিলের সাহায্যে সাদা কাগজে এই চিত্র ফুটিয়ে তুলে ছোট্ট অঙ্কনা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পাঠানো কয়েক হাজার ছবির মধ্যে থেকে তাকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দেয়। অঙ্কনার এই চিত্রকলা থেকে চোখ সরাতে পারেন নি দুদে বিচারকরাও। তাই অঙ্কনা কে গুজরাটের কচ্ছ উৎসবে নিয়ে গিয়ে পুরস্কৃত করা হয়। গতকাল দাঙ্গালে ভারত - পাকিস্তানের সীমায় ভারতীয় সেনাদের সাথে কিছু সময় ছাত্রী ছাত্রীরা কাটায়। পুরস্কার জিতে বেজায় খুশি ছিল অঙ্কনা। কিন্তু বাড়ি ফিরেই শহীদদের জন্য হতাশ হয়ে পড়ে সে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});