Headlines
Loading...
বর্ধমানে মাধ্যমিক পরীক্ষার্থীদের ও অভিবাবকদের সহায়তা করে সংবর্ধিত প্রাক্তন কাউন্সিলার

বর্ধমানে মাধ্যমিক পরীক্ষার্থীদের ও অভিবাবকদের সহায়তা করে সংবর্ধিত প্রাক্তন কাউন্সিলার



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ  চলতি মাসের ১২ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বর্ধমান শহরের বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। যে সব স্কুলগুলোতে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে সেগুলিতে ছাত্র ছাত্রীদের এবং অভিভাবকদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করেছেন স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দল সহ বেশ কিছু সামাজিক সংস্থা। 

মঙ্গলবার বর্ধমান শহরের রাজ কলেজিয়েট স্কুলে বর্ধমান পৌরসভার ১৯ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাহাবুদ্দিন খান পরীক্ষা চলাকালীন প্রতিটি দিনগুলির মতোই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সহায়তা প্রদান করলেন। অন্যদিকে অভিভাবকরা জানান, সকাল থেকে এসে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত স্কুলের বাইরে অপেক্ষা করতে হয় তাঁদের। এই সহায়তা পেয়ে তাঁরা বেশ উপকৃত হয়েছেন। প্রতিদিন টিফিনের ব্যাবস্থা, পানীয় জলের ব্যাবস্থা করা হয়েছিলো স্থানীও জনপ্রতিনিধির তত্ত্বাবধানে। তাই এদিন অভিভাবকদের পক্ষ থেকে সাহাবুদ্দিন খান কে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন তাঁরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});