Headlines
Loading...
পড়তে পড়তে ছাত্রছাত্রীদের চাকরির সুযোগ এনে দিচ্ছে সাকসেস শিক্ষা কনসালটেন্সি

পড়তে পড়তে ছাত্রছাত্রীদের চাকরির সুযোগ এনে দিচ্ছে সাকসেস শিক্ষা কনসালটেন্সি



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বেসরকারী উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য ছাত্রছাত্রীদের বিভিন্ন কোম্পানীতে চাকরি পাইয়ে দেবার ক্ষেত্রে রীতিমত নজীর গড়ল বর্ধমান শহরের সাকসেস শিক্ষা কনসালটেন্সি নামে একটি সংস্থা। স্নাতক বা স্নাতক স্তরে পাঠরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন কোম্পানীর যোগসূত্র স্থাপন করে দেয় মূলত এই সংস্থা। ইতিমধ্যেই তাঁরা দুর্গাপুরে মাইকেল মধুসূদন মঞ্চে সেখানকার ১২০০ ছাত্রছাত্রীদের হাজির করে প্রায় ১০০ ছাত্রছাত্রীকে বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ করে দিয়েছে। সোমবার বর্ধমানের নবাবহাটে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সভা ঘরে আয়োজিত একটি কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামের মধ্যে দিয়ে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী কে চাকরীর সুযোগ করে দিল তিনটি কোম্পানী। এদিন এই জব প্লেসমেণ্ট প্রগ্রামে হাজির ছিল ১১০ জন ছাত্রছাত্রী। 

সাকসেস শিক্ষা কনসালটেন্সির কর্ণধার চন্দন কুমার ঝা জানিয়েছেন, চলতি সময়ে বেকারত্বের জ্বালা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে যুবক যুবতীদের। তাই তাঁরা বিনা অর্থে শিক্ষিত বেকারদের কাছে এই সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছেন। এরফলে বহু গরীব ও দুঃস্থ ছাত্রছাত্রী পড়তে পড়তেই চাকরীর সুযোগ পাচ্ছেন। তিনি জানিয়েছে্ন, সোমবার এই সুযোগ দিতে হাজির ছিলেন পেজটার্নার আইটি সেক্টর প্রাইভেট লিমিটেড, বাজাজ এলিয়ান্জ এবং আদিত্য বিড়লা গ্রুপ। চন্দনবাবু জানিয়েছেন, বর্ধমান শহরে এই ধরণের উদ্যোগ প্রথম।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});