Headlines
Loading...
এডমিট কার্ডে ঠিকানা ভুল,পরীক্ষা দিতে পারল না দুই পরীক্ষার্থী

এডমিট কার্ডে ঠিকানা ভুল,পরীক্ষা দিতে পারল না দুই পরীক্ষার্থী


ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রামঃ  আবেদনকারীর সংখ্যা সাড়ে ১১ লক্ষ, কিন্তু শূন্যপদ মাত্র ৯৫৭। খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর পদে পরীক্ষায় বসতে চেয়ে রাজ্যজুড়ে আবেদনপত্রের ধুম পড়েছে। সরকারি চাকরির আশায় এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর হিসেব সামনে আসতেই চক্ষু চড়কগাছ আয়োজক সংস্থা পাবলিক সার্ভিস কমিশনের কর্মকর্তাদের। কিন্তু নিদিষ্ট ফর্ম ফিলাপ করেও নিরাশ হতে হল আরামবাগের দুই যুবককে। 

সূত্রের খবর, আরামবাগ এর বাসিন্দা মনদিপ সামন্তের পরীক্ষার সেন্টার পড়েছিলো আউশগ্রাম থানার অন্তর্গত বড়বেলগনা পোস্ট অফিসের অন্তর্ভুক্ত বিলগ্রাম উচ্চ বিদ্যালয়ে। কিন্তু গোড়ায় গন্ডোগল খোদ এডমিট কার্ডেই । পোস্ট অফিস বড়বেলগনার জায়গায় আউশগ্রাম থাকায় ওই দুই যুবক পরীক্ষার জন্য চলে যায় আউশগ্রাম থানার সন্নিকটে। কিন্তু সেখানে ওই নিদিষ্ট বিদ্যালয়ের ঠিকানা না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সঠিক ঠিকানা পায়, স্থানীয় বাসিন্দারাই জানায় পোস্ট অফিস এর ঠিকানা ভুল থাকায় এই বিপত্তি। কিন্তু সঠিক ঠিকানা পেয়ে পরীক্ষা কেন্দ্রে এলেও নিদিষ্ট সময়ের মধ্যে না আসায় স্কুল ম্যানেজমেন্ট তাদের প্রবেশ এ বাধা দেয় নিয়মানুযায়ী। তাই ওই দুই যুবক মনদিপ সামন্ত ও গনেশচন্দ্র দাস কে পরীক্ষা না দিয়ে নিরাশ হয়ে ফিরতে হল। তাদের বক্তব্য এডমিট কার্ডে এই সামান্য ভুলের জন্য আমাদের হয়রানীর স্বীকার হতে হলো, এবং আমরা নিদিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারায় পরীক্ষা দিতে পারলাম না।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});