Headlines
Loading...
নিষিদ্ধপল্লির কাহিনী অবলম্বনে মঞ্চস্থ হল ঝরা ফুলের রুপকথা

নিষিদ্ধপল্লির কাহিনী অবলম্বনে মঞ্চস্থ হল ঝরা ফুলের রুপকথা


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ নিষিদ্ধ পল্লীর মানুষদের নিয়ে মঞ্চস্থ হল নাটক "ঝরাফুলের রূপকথা"। নাটকে অভিনেত্রীরা নিজেদের গল্পই তুলে ধরলেন। আর যাঁকে ছাড়া এই নাটকটা করা একেবারেই সম্ভব হত না তিনি হলেন নাইজেল আকারা। তাঁর মস্তিষ্কপ্রসূত এই নাটক ইতিমধ্যেই সমাজের বিভিন্ন স্তরের লোকের মুখে মুখে আলোচিত হচ্ছে। 


কোলাহল থিয়েটার ওয়ার্কশপের সঙ্গে দুর্বার মহিলা সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে এই নাটক মঞ্চস্থ হল।নাইজেল আকারা বললেন, "আজ আর কিছু বলতে চাই না। এখন অপেক্ষা মানুষের প্রতিক্রিয়া পাওয়ার। আমি আরও একটা নাটক করতে চলেছি। এডসে আক্রান্ত মহিলাদের নিয়ে নাটক করব, আর সেই নাটকে আমিও অভিনয় করব। এই বিষয়ে এর আগে কাউকে কোথাও বলিনি।"


নাটকের লেখক ও পরিচালক চিরঞ্জীব গুহ বললেন, 'প্রত্যাশা তো অনেক। আমরা আমাদের দিক থেকে প্রস্তুত। এখন দেখা যাক কলকাতার মানুষ আমাদের পাশে কতটা আছে। অভিনয় নিয়ে আমি একটু চিন্তিত নই। তবে বিষয়টা কীভাবে নেবেন দর্শক সেটা নিয়ে একটু চিন্তায় আছি।' মহাজাতি সদনে বিপুল দর্শক সমাগমের মধ্য়ে দিয়ে মঞ্চস্থ হল 'ঝরাফুলের রূপকথা'। এই সমারোহই যেন বলে দিচ্ছিল, স্বার্থক এই উদ্যোগ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});