Headlines
Loading...
রায়নার একলক্ষীতে শুরু হল শাহচাঁদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলা

রায়নার একলক্ষীতে শুরু হল শাহচাঁদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলা


সন্তু দত্ত,রায়নাঃ পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের একলক্ষীতে শুরু হল শাহচাঁদ সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলা। উৎসব সকলের, ধর্ম নিজের নিজের। এই বার্তা কে সামনে রেখে এদিন প্রদীপ জ্বালিয়ে শাহচাঁদ পীর বাবার মেলার উদ্বোধন করন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ উত্তমানন্দজী। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেন গুপ্ত।

সাত দিন ব্যাপী এই মেলায় প্রতিদিন থাকছে মুম্বাই ও কলকাতার শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সাস্থ্য পরীক্ষা শিবির সহ অন্যান্য। মেলায় কৃষি জাত দ্রবের বিভিন্ন স্টল করা হয়েছে। এই স্টলে সেরা কৃষকদের সম্বর্ধনা দেওয়া হবে উৎসব কমিটির পক্ষ থেকে। এছাড়া এলাকার কচিকাঁচাদের উৎসাহিত করতে একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকাফ বোর্ড এর চেয়ারম্যান জনাব আবদুল মহম্মদ গণি, রায়না ২ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধাড়া, বিডিও দীপ্যমান মজুমদার,জেলা পরিষদের সদস্য অরুন রায়, সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী দিলীপ সাউ ,গফুর আলি খা সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});