Headlines
Loading...
গ্যাস উত্তোলন দিশা দেখাচ্ছে রাজ্যে

গ্যাস উত্তোলন দিশা দেখাচ্ছে রাজ্যে



সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ কলকাতার একাংশে গাড়িতে বা পাইপ দিয়ে বাড়িতে রান্নার জন্য প্রাকৃতিক গ্যাস জোগানো যাবে বলে মনে করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল। রাজ্যের অন্যত্র এই পরিষেবা চালুর পথে এগোচ্ছে অন্যান্য সংস্থাও। তবে আখেরে সকলেই গ্যাসের জন্য নির্ভর করবে ভিন্‌ রাজ্যের উপরে। রানিগঞ্জে মাটির নীচে জমা প্রাকৃতিক গ্যাস উত্তোলনের প্রাথমিক ছাড়পত্র ওএনজিসির ঝুলিতে। বর্তমানে দেশের প্রাকৃতিক শক্তির বাজার একচেটিয়া দখল করে রেখেছে কয়লা ও তেল। চিন ও আমেরিকার পর ভারত হল বিশ্বের তৃতীয় বৃহতম শক্তি ব্যবহারকারী দেশ। জাতীয় স্তরের গ্যাস ও তৈল উত্তোলন সংস্থা গুলি ইতিমধ্যে রাজ্যের গ্যাস ভান্ডারের দিকে নজর রেখে প্রতিবেশি দেশে ও অন্তর্দেশীয় বাজারে গ্যাস উৎপাদন ও বিতরণ করার পরিকল্পনা নিয়েছে। 


এই বিষয়ে বুধবার শহরের এক পাঁচতারায় বনিকসভা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি পক্ষ থেকে আয়োজিত হল গ্যাস শিল্প নিয়ে আলোচনাসভা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন গেইল সংস্থার সিজিএম এস বৈরাগী, জিইইসিএল এমডি প্রশান্ত মোদী, এইচ এনার্জি সিইও দর্শন হিরানন্দানি, ফিকি চেয়ারম্যান মায়াঙ্ক জালান এবং রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। এদিন অমিত বাবু বলেন, বিপুল পরিমানে গ্যাস উত্তোলনের ফলে রাজ্যে কর্মসংস্থান এর সৃষ্টি হবে। সরকার মনে করে বিভিন্ন সংস্থা রাজ্যে বিনিয়োগের ফলে কর্মসংস্থানের দিশা দেখাবে। প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ক্ষেত্রে রাজ্য সরকার সংস্থাগুলিকে সাহায্য করবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});