Headlines
Loading...
জানুয়ারি মাসের শেষেই বর্ধমানে শুরু হতে পারে মাটি উৎসব! উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

জানুয়ারি মাসের শেষেই বর্ধমানে শুরু হতে পারে মাটি উৎসব! উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ 
 মুখ্যমন্ত্রীর স্বপ্নের মাটি উৎসবের দিন এখনও চুড়ান্ত হয়নি। তবুও যে কোনোদিনই মুখ্যমন্ত্রী এব্যাপারে সবুজ সংকেত দিতে পারেন,তাই সমস্ত কাজ এগিয়ে রাখা হচ্ছে বলে বলে বৃহস্পতিবার জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। এদিন তিনি বর্ধমানের জেলা কৃষি খামারে একটি বৈঠকে আসেন। পরে তিনি মাটি উৎসবের প্রাঙ্গণও ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা কৃষি দপ্তরের যুগ্ম কৃষি অধিকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায়ও।

প্রদীপবাবু এদিন জানিয়েছেন,মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের পর ২৬ জানুয়ারীর কর্মসূচী রয়েছে। তারপরেই মুখ্যমন্ত্রী এব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করবেন। সেক্ষেত্রে যেহেতু আগামী ১২ ফেব্রয়ারী থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু, তাই তার আগেই এই উৎসব শেষ করার চেষ্টা চলছে। অন্যদিকে, মাটি উৎসবের জন্য ইতিমধ্যেই প্যাণ্ডেল প্রস্তুতকারদের টেণ্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।স্বাভাবিকভাবেই জেলা প্রশাসনের আধিকারিকরা মনে করছেন আগামী ২৮ কিংবা ২৯ তারিখের মধ্যে এবছরের মাটি উৎসব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগেই কাজ এগিয়ে রাখতে চাইছেন তাঁরা। কারণ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষার পরই উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে। তারই মাঝে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যাবে। ফলে আর এই ধরণের কোন উৎসব করা সম্ভব হবে না। সেক্ষেত্রে কিছুটা ঝুঁকি নিয়েই জানুয়ারীর শেষ সপ্তাহেই মাটি উৎসবের সূচনা হবার সম্ভাবনা রয়েছে।                   ছবি - ফাইল 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});