Headlines
Loading...
বর্ধমানে পরপর তিনটি দোকানে চুরি

বর্ধমানে পরপর তিনটি দোকানে চুরি

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বৃহঃস্পতিবার বর্ধমান শহর লাগোয়া সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের ভৈরবতলায় পর পর তিনটি দোকানে লুটপাট চালালো দুস্কৃতিরা। একটি মুদিখানার দোকান ও দুটি চায়ের দোকানের দরজা ও জানালা ভেঙে দুস্কৃতিরা লুট করে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, রাত হলেই এলাকায় একদল সমাজবিরোধী মদ ও জুয়ার আসর বসাচ্ছে। তাদের ভয়ে ও অত্যাচারে বাসিন্দারা অতিষ্ঠ। এলাকায় ক্রমেই বাড়ছে দুষ্কৃতি রাজ। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

দোকানদাররা জানিয়েছেন, বুধবার রাতে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন দোকানে চুরি হয়েছে। চায়ের দোকানগুলির টিনের দরজা কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতিরা। মুদি খানা দোকানের জানলার পাল্লা ভেঙ্গে ক্যাশবাক্স সামনে টেনে এনে চুরি হয়। মুদির দোকান মালিক আনামত সেখ জানান, তাঁর দোকানে থাকা নগদ সাত হাজার টাকা ও হাতের কাছে পাওয়া অন্যান্য জিনিসপত্র নিয়ে প্রায় হাজার দশেক টাকা চুরি হয়েছে।

অন্যদিকে দুটি চায়ের দোকানের মালিক সেখ তালেব ও যাদব ভুঁইমালী জানান, তাদের সব মিলিয়ে নগদ তিন হাজার টাকা ও মজুদ রাখা বিড়ি সিগারেটের নিয়ে মোট পাঁচ হাজার টাকা লুটপাট হয়। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। এলাকাবাসীদের ক্ষোভ, এলাকায় রাত হলেই মদ ও জুয়ার ঠেক বসে। বহিরাগতরাও সেখানে হাজির হয়। মূলত নজরদারির অভাবের সুযোগ নিয়েই দুষ্কৃতিরা বেপরোয়া হয়ে উঠছে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});