Headlines
Loading...
বর্ধমান পুরসভার মেয়াদ শেষ, নিযুক্ত হল প্রশাসক

বর্ধমান পুরসভার মেয়াদ শেষ, নিযুক্ত হল প্রশাসক



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ মেয়াদ শেষ হল তৃণমূল পরিচালিত বর্ধমান পৌরসভার বর্তমান বোর্ডের। শুক্রবার বর্ধমান পুরসভায় নিয়োগ হল প্রশাসকের। আনুষ্ঠানিকভাবে এদিন বিদায়ী বোর্ডের পুর চেয়ারম্যান ডা. স্বরূপ দত্ত দায়িত্বভার তুলে দিলেন বর্ধমানের সদর উত্তর মহকুমাশাসক পুষ্পেন্দু সরকারের হাতে। এখনও পুরনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি। কিন্তু বিগত ৫ বছর বোর্ডের চেয়ারম‍্যান সহ কাউন্সিলররা যে কাজ করেছেন তার নিরিখেই এবার অনুষ্ঠিত হবে নির্বাচনের পালা। 

এদিন বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন পৌরপতি সহ পৌর কর্মচারীরা। নতুন বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন‍্য প্রশাসক হিসাবে তিনি কাজ করবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। ৫ বছর পর পৌরসভার ভবন থেকে বিদায় নেওয়ার সময় সকলেরই মন খারাপ। এদিন দেওয়াল থেকে খুলে ফেলা হল পৌরপতির নামফলক। দলের নির্দেশ মেনে আগামী দিনে যারা দায়িত্বভার নেবেন তাঁরা সঠিকভাবে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন পৌরপতি ডা. স্বরূপ দত্ত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});