
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বুধবার সকালে বর্ধমান পুরসভার সামনে রাস্তার ধার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বর্ধমান পুরসভার ৭নং ওয়ার্ডের ঝাড়ুদাররা রাস্তা পরিষ্কার করার কাজে গেলে রাস্তার পাশে ওই বছর তিরিশের যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের আঘাতের চিহ্ন থাকায় এটি খুন না আত্মহত্যা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।