ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ চমক নয়, ঐতিহ্যকে ধরে রেখে দ্বিতীয় বর্ষ বর্ধমান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হৃদয় ছুঁয়ে গেলো শহরবাসির ৷ বর্ধমান চলচ্চিত্র চর্চ্চা কেন্দ্রের উদ্যোগে বর্ধমান সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই চলচ্চিত্র উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে পাল্লা দিলো কলকাতার রুপকলা কেন্দ্রের ছাত্রদের ছবি।
পরিচালক আরিফুল ইসলামের ছবি 'সেনসিটিভ' দিয়ে শুরু হলো প্রদর্শনী ৷ স্বল্প দৈর্ঘের ছবির সঙ্গে দেখানো হলো পরিচালক ঋষিগোপাল মন্ডলের ছবি তথ্যচিত্র 'দারিয়াপুর' ৷ যেখানে ডোকরা শিল্পীদের জীবন কথা উঠে এসেছে ৷ প্রসংশিত হলো সন্দীপ মন্ডলের 'দ্য মাইন্ড', সমীর সূত্রধরের 'গ্যাম্বল', কেকে মল্লিকের ছবি 'ইনসাইডার', সৌরভ নেল এর ছবি 'দ্য কমন মাইন্ড' সহ বেশ কিছ উন্নতমানের ছবি ৷
১৯৯৩ সালে গঠিত হওয়া বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র পূর্বভারতের এক অন্যতম চলচ্চিত্র চর্চা কেন্দ্র ৷ সংগঠনের পক্ষ থেকে পরিচালকদের শংসাপত্র তুলে দেন সম্পাদক বাপ্পাদিত্য দাঁ সহ সংঠনের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ৷ সংস্থার অন্যতম কর্তা অরিন্দম সরকার জানান, মূলত নতুন পরিচালকদের উৎসাহিত করাই ছিলো এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মূল লক্ষ্য ৷ সংগঠনের অন্যতম কর্তা বিভাস রঞ্জন দাস তরুন পরিচালকদের যোগদানের পাশাপাশি সাধারন ছবি প্রেমি মানুষদের উপস্থিতি দেখে আশাপ্রকাশ করেন ৷ অনুষ্ঠানে শিশু অভিনেতা শিবাংশু বিশ্বাসের প্রথম ছবির কাজ দেখে অনেকেই প্রশংসা করেন ৷ অনুষ্ঠানটিকে সুন্দর ভাবে সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ।