ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ দুর্গাপুজোর আগে বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থল গুলিতে ট্রাফিক সিগনালিং ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার পথে নামলেন খোদ পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসারদের রাস্তায় দাঁড়িয়ে বোঝালেন কি ভাবে ভিড়ের সময় যানজট নিয়ন্ত্রণ করতে হবে। এদিন পুলিশ সুপার ছারাও অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়, ডি এস পি ট্র্যাফিক প্রদীপ মণ্ডল সহ অন্যান্য অফিসাররা রাস্তায় নেমে যানবাহন নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন। শহরের কার্জন গেট চত্বর, বীরহাটা, উল্লাস মোড় প্রভৃতি জায়গা ঘুরে দেখেন।