ফোকাস বেঙ্গল ডেস্ক,বীরভূমঃ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভূমের সদাইপুর থানার তুরুগরীহাট গ্রামে। সিউড়ি মহকুমার অন্তর্গত পাশাপাশি দুটি ব্লকের দলীয় সভাপতির অনুগামীদের মধ্যে দফায় দফায় বোমাবাজি চলে। বোমার আঘাতে দুই তৃণমূল কর্মী জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে গ্রামে পুলিশ ও কমব্যাট ফোর্স টহল দিচ্ছে। ঘটনার পর এলাকা প্রায় পুরুষ শূন্য।
সদাইপুর থানা এলাকায় দুটি ব্লক রয়েছে। সিউড়ি ১ ব্লকের তৃণমূল সভাপতি স্বর্ণময় সিংহ এবং পাশের দুবরাজপুর ব্লকের সভাপতি ভোলানাথ মিত্র। সদাইপুরের তুরুগরীহাট গ্রামটি সিউড়ি ১ ব্লকের অন্তর্গত। অভিযোগ, এই ব্লকে দলের একাংশের সঙ্গে ব্লক সভাপতি স্বর্ণময় সিংহর দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাই বিক্ষুব্ধ কর্মীরা দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্রর সঙ্গে যোগাযোগ রাখেন।
কয়েকদিন ধরে ভোলানাথ মিত্রর অনুগামী শেখ গরিব দলীয় কর্মীদের সই সংগ্রহে নেমেছেন। অভিযোগ, সেই সময় স্বর্ণময় সিংহর অনুগামীরা তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ, বোমাবাজি। পালটা স্বর্ণময় সিংহর অনুগামীদের অভিযোগ, অনুগামীর সংখ্যা বাড়াতে জোর করে সই সংগ্রহ করা হচ্ছিল।
গ্রামের রাস্তায় দুপক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দুপক্ষের অনুগামীদের বাড়ির দেওয়াল, উঠোনে বোমার চিহ্ন দেখা গেছে। গ্রামের একাধিক জায়গায় পড়ে রয়েছে বোমার সুতলি, খোল। খবর পেয়ে সিউড়ি, সদাইপুর থানা থেকে পুলিশ, কমব্যাট ফোর্স গ্রামে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি।