সান্তানু দাস, পুরুলিয়াঃ পুরুলিয়া জেলায় রক্তের ভান্ডার ভরিয়ে তুলতে এবং থ্যালাসেমিয়া রোগীদের রক্তের সংকট থেকে বাঁচাতে এবারের দুর্গোৎসবে রক্তদান শিবিরে মাতছে 'ফাইট ফর পুরুলিয়া' নামে জেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে একটি রক্তদান শিবিরের আয়োজন করে এমনই কথা জানালেন 'ফাইট ফর পুরুলিয়া'র সম্পাদক সঞ্জীব গোস্বামী।
তিনি জানান,"দুর্গোৎসব যেমন আমাদের কাছে একটি পবিত্র উৎসব, ঠিক তেমনি 'রক্তদান মহৎ দান' এই বার্তা এই পবিত্র উৎসবকে আরও পবিত্র করে তুলবে।' তিনি জানান, আজ থেকে তাদের শুরু হলো এই রক্তদান শিবির যা চলবে দুর্গোৎসব পর্যন্ত। পাশাপাশি সঞ্জীব গোস্বামী আরও জানিয়েছেন, এবারের পুজোয় জেলার প্রত্যেকটি পুজো কমিটি থেকে অত্যন্ত ২ জন করে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করার অঙ্গিকার করেছেন।'
ইতিমধ্যেই তাদের এই রক্তদান শিবিরের এই মহৎ উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পুরুলিয়া শাখার এইচ ডি এফ সি ব্যাঙ্ক। পুজোয় তারাও 'ফাইট ফর পুরুলিয়া'র সঙ্গে রক্তদান শিবিরে মেতে উঠবে বলে জানা গেছে।