Headlines
Loading...
বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২


ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ বুধবার রাতে মালদার ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অমৃতি সেকান্দারপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। 



পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মুক্তার আলী (২৮) ও আব্দুল রহিম (২৯)। তাদের দুজনেরই বাড়ি ভূতনি থানার উত্তর চন্ডিপুর জুলাবদিটোলা গ্রামে। পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে ১টি মাসকেট, ৩টি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ। 

এক পুলিশ আধিকারিক জানান, এদিন গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকধারী পুলিশ সেকেন্দারপুর এলাকায় পৌঁছে আগ্নেয়াস্ত্র সহ ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশের ধারণা আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিল দুষ্কৃতীরা। তবে হাত বদল হওয়ার আগেই সময়মতো ঘটনাস্থলে হানা দিয়ে দুষ্কৃতিদের গ্রেফতার করে পুলিশ। এই কারবারের সঙ্গে আরও কে বা কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});