Headlines
Loading...
বিপুল পরিমাণ গাঁজা সমেত গ্রেপ্তার -১

বিপুল পরিমাণ গাঁজা সমেত গ্রেপ্তার -১


ফোকাস বেঙ্গল ডেস্ক,শিলিগুড়িঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাতে শিলিগুড়ি জংশন এলাকা থেকে প্রধাননগর থানার পুলিশ একজন গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করল। জানা গেছে, এদিন রাতে বিশেষ সুত্র মারফত পুলিশ খবর পায় যে শিলিগুড়ি জংশন এলাকায় একজন ব্যাক্তি গাঁজা পাচারের উদ্দেশ্যে এসেছে। এরপর পুলিশ সাদা পোশাকে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাসি অভিযান চালায়। পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ধৃতের কাছ থেকে  উদ্ধার হয় দুটি ৫ কেজি ৩০০ গ্রাম  ওজনের গাঁজার প্যাকেট। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সোনু কুমার সাহানি। সে বিহারের বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজা ধৃত কোচবিহার থেকে এনেছিল বিহারে পাচার করার জন্য। কিন্তু ঠিক সময়ে পুলিশ খবর পেয়ে যাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। আজ সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});