Headlines
Loading...
সরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ২০

সরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ২০



পিয়ালী দাস, বীরভূমঃ সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত পক্ষে কুড়ি জন।সোমবার ভোর চারটে চল্লিশ নাগাদ সিউড়ি থেকে করুনাময়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় একটি যাত্রীবাহী সরকারি বাস। কিন্তু সিউড়ি ডিপো থেকে বেরিয়ে তিন কিলোমিটার যাওয়ার পরেই ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এই ঘটনায় আহত হয় অন্তত পক্ষে কুড়ি জন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত তিন থেকে চারজন। স্থানীয় বাসিন্দা ও সিউড়ি থানার পুলিশের তৎপরতায় তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন, রাস্তার বেহাল দশা ও ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর রেলগেটে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির কারণেই এই দুর্ঘটনা। রাস্তার বেহাল দশা এমনই যে কোন গাড়ি একটানা এক কিলোমিটারও সোজা যাতায়াত করতে পারে না, ডান দিকের গাড়ি বাঁদিকে ও বাঁদিকের লাইনের গাড়ি ডানদিকের লাইনে যেতেই হবে । আর সেই কারণেই প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন আহত যাত্রীরা।

যদিও এই দুর্ঘটনায় কোন যাত্রীর মৃত্যুর খবর এখনো অবধি পাওয়া যায়নি। কিন্তু সাত সকালে এই ধরনের দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে পেরিয়ে যাওয়া অন্যান্য বাসযাত্রীরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});