
ফোকাস বেঙ্গল ডেস্ক,পানাগড়ঃ মোটর সাইকেল গ্যারাজে কাজ করার সময় গ্যারাজে রাখা পেট্রোলের ড্রামে আগুন লেগে গ্যারাজের ভিতরেই পুড়ে মারা গেল তুফান ঘোষ(১৮) নামে এক কর্মী। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি গ্যারাজের মালিক সত্যনারায়ন ঘোষ এবং আরেক কর্মী সুকুমার ঘোষ। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই গ্যারাজেই কাজ করছিল আরেক কর্মী ঈশ্বর ঘোষ(১৮) কোনক্রমে লাফিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়।

রবিবার দুপুর ১ টা নাগাদ পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা দমকলে খবর দিলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। যদিও আগুনের গ্রাস থেকে তুফান ঘোষকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনের ভয়াবহতায় পুরে ছাই হয়ে গেছে গ্যারাজের ভিতরে থাকা চারটি মোটর সাইকেল সহ যাবতীয় যন্ত্রপাতি। স্বাভাবিকভাবেই চোখের সামনে এই ভাবে একজন তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।
