Headlines
Loading...
নিয়ন্ত্রন হারিয়ে পাথর বোঝাই ডাম্পার ঢুকে গেল তিনটি বাড়িতে

নিয়ন্ত্রন হারিয়ে পাথর বোঝাই ডাম্পার ঢুকে গেল তিনটি বাড়িতে


ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারিঃ নিয়ন্ত্রন হারিয়ে একটি পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় ব্যাপক খতিগ্রস্ত হল   তিনটে বাড়ি এবং একটি চালের দোকান। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৩ টা ৪৫ নাগাদ মেমারি ১ ব্লকের গন্তার চণ্ডীতলায়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ছোটাছুটি শুরু করে দেন বাড়ি গুলিতে থাকা লোকজন। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক। পরে মেমারি থানার পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি এবং আহত চালককে আটক করেছে।

 
জানা গেছে, পাথর বোঝাই ডাম্পারটি বীরভূম থেকে মন্তেশ্বর মালম্বা হয়ে মেমারির দিকে যাচ্ছিল। গন্তার চণ্ডীতলার কাছে সজোরে একটি বাড়ির পিলারে ধাক্কা মেরে নিয়ন্ত্রন হারিয়ে পরপর আরও দুটি বাড়িতে ধাক্কা মারে। সেখানেই একটি চালের গুমটিও ভেঙ্গে যায়। দুর্ঘটনায় বাড়ীগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। ভোর রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।   
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});