Headlines
Loading...
বর্ধমানে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে জেলা পুলিশের অনুষ্ঠান

বর্ধমানে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে জেলা পুলিশের অনুষ্ঠান




ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:২৯তম পথ সুরক্ষা সপ্তাহ পালিত হল পূর্ব বর্ধমান পুলিশ লাইন মাঠে। শুক্রুবার এই অনুষ্ঠানে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচির অঙ্গ হিসাবে নাগরিকদের ট্রাফিক ও পরিবহণ আইন মানার আবেদনের পাশাপাশি নিয়ন্ত্রিত যানবাহন চালানোর মাধ্যমে জীবনহানি রোধ করার ওপর গুরুত্ব দিলেন পুলিশ ও প্রশাসনের কর্তারা।

সভায় এদিন পথ নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের ডিআইজি (ট্রাফিক) বিবেক সহায়, জেলা সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, পুলিশ সুপার কুণাল আগরওয়াল, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন ৫০জন সাধারণ মানুষের হাতে হেলমেটও তুলে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। পূর্ব
বর্ধমান জেলার ৬টি থানার বিভিন্ন পদের পুলিশ অফিসারকে ভাল কাজ করার জন্য এদিন পুরষ্কৃতও করা হয়। জেলা পুলিশ সুপার জানান, ২নম্বর জাতীয় সড়কের গুড়াপ থেকে গলসী পর্যন্ত মোট ২৯টি দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
                                                                                                                       ছবি - সুরজ প্রসাদ 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});