 

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়গঞ্জঃ রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজিত পরিজনেরা ভাঙচুর চালালো হাসপাতালে।পাশাপাশি তারা চিকিৎসককেও মারধর করে। ঘটনায় গুরুতর জখম হন চিকিৎসক বিপুল ঘোষ। তিনি হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। আহত চিকিৎসককে রায়গঞ্জ  সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে শ্বাসকষ্ট নিয়ে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় এক রোগীকে। সেই সময় বিপুল ঘোষ নামে কর্তব্যরত চিকিৎসক ওই রোগীর  প্রাথমিক চিকিৎসার পর তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। এরপরেই ওই রোগীর মৃত্যু হয় । ঘটনায় উত্তেজিত রোগীর আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর চালায় ও চিকিৎসক বিপুল ঘোষকে মারধরও করে বলে অভিযোগ। মৃত রোগীর নাম তাবেদা খাতুন। সে ছোট কান্তরের বাসিন্দা। মৃতের আত্মীয়দের অভিযোগ, ভুল চিকিৎসার জন্য তাবেদার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।
 
 
 
 
