 

ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের গলা কেটে খুনের চেষ্টা দাদার। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ভাইয়ের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, রবিবার গভীর রাতে যদুপুর কমলাবাড়ী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আক্রান্ত যুবকের নাম কামালউদ্দিন সেখ (২৫)। অভিযুক্ত দাদার নাম সফিকুল ইসলাম।
জানা গিয়েছে, অভিযুক্তরা তিন ভাই। তিন কাঠা জায়গা নিয়ে তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। রবিবার রাতে আচমকাই বড় দাদা শফিকুল ইসলামের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাই কামালের গলা কেটে খুনের চেষ্টা করে বলে অভিযোগ । ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় রাতেই কামালউদ্দিনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। শফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্ত পলাতক।
 
 
 
 
