Headlines
Loading...
স্বাধীনতা দিবসে এক অন্য স্বাধীনতার আনন্দে মাতল খুদেরা

স্বাধীনতা দিবসে এক অন্য স্বাধীনতার আনন্দে মাতল খুদেরা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ সারা দেশের সঙ্গে ওরাও উৎসাহ, উদ্দীপনার সঙ্গে পালন করলো ৭২ তম স্বাধীনতা দিবস ৷ ওরা বর্ধমান শহরের আলমগঞ্জ এফসিআই গোডাউন সংলগ্ন এলাকায় বসবাসকারী একঝাক কচিকাঁচার দল ৷ সারা বছর অনেকেই খবর রাখেন না এদের ৷ স্থানীয় কয়েকজন সমাজসেবীর উদ্যোগে এই খুদেরাও রোদ বৃষ্টির মধ্যে মহান দেশের মহান পতাকা উত্তোলন করার স্বাদ গ্রহন করলো ৷ পাশে পেলেন বর্ধমান জেলা লোক আদালতের সম্মাদক বিচারপতি জয়প্রকাশ সিং মহাশয়কে ৷

ব্যস্থতার মধ্যেও বিচারপতি এদিন এই সমস্ত কচিকাঁচাদের সঙ্গে সময় কাটলেন, বাচ্ছাদের হাতে তুলে দিলেন পড়াশোনার সরঞ্জাম। খাতা,কলম সঙ্গে চোকোলেট ৷ ছোট বাচ্ছারা বড় হয়ে জীবনে কে কি হতে চায় তাও খেলার ছলে জেনে নিলেন জয়প্রকাশ স্যার ৷

পাশাপাশি বিচারপতি জয়প্রকাশ সিং উপস্থিত মানুষের কাছে তুলে ধরলেন লোক আদালতের বিনামূল্যে আইনী পরিষেবার কথাও ৷ মেঘলা আকাশ, বৃষ্টি কোনকিছুই হার মানাতে পারলো না এই খুদেদের স্বাধীনতা দিবস উদযাপন থেকে।৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});