ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ সারা দেশের সঙ্গে ওরাও উৎসাহ, উদ্দীপনার সঙ্গে পালন করলো ৭২ তম স্বাধীনতা দিবস ৷ ওরা বর্ধমান শহরের আলমগঞ্জ এফসিআই গোডাউন সংলগ্ন এলাকায় বসবাসকারী একঝাক কচিকাঁচার দল ৷ সারা বছর অনেকেই খবর রাখেন না এদের ৷ স্থানীয় কয়েকজন সমাজসেবীর উদ্যোগে এই খুদেরাও রোদ বৃষ্টির মধ্যে মহান দেশের মহান পতাকা উত্তোলন করার স্বাদ গ্রহন করলো ৷ পাশে পেলেন বর্ধমান জেলা লোক আদালতের সম্মাদক বিচারপতি জয়প্রকাশ সিং মহাশয়কে ৷
ব্যস্থতার মধ্যেও বিচারপতি এদিন এই সমস্ত কচিকাঁচাদের সঙ্গে সময় কাটলেন, বাচ্ছাদের হাতে তুলে দিলেন পড়াশোনার সরঞ্জাম। খাতা,কলম সঙ্গে চোকোলেট ৷ ছোট বাচ্ছারা বড় হয়ে জীবনে কে কি হতে চায় তাও খেলার ছলে জেনে নিলেন জয়প্রকাশ স্যার ৷
পাশাপাশি বিচারপতি জয়প্রকাশ সিং উপস্থিত মানুষের কাছে তুলে ধরলেন লোক আদালতের বিনামূল্যে আইনী পরিষেবার কথাও ৷ মেঘলা আকাশ, বৃষ্টি কোনকিছুই হার মানাতে পারলো না এই খুদেদের স্বাধীনতা দিবস উদযাপন থেকে।৷