Headlines
Loading...
ভেজাল সিমেণ্টের কারখানার হদিশ, গ্রেপ্তার কারখানা মালিক ও ম্যানেজার

ভেজাল সিমেণ্টের কারখানার হদিশ, গ্রেপ্তার কারখানা মালিক ও ম্যানেজার



ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমানঃ গত কয়েক বছর ধরেই ভেজাল সিমেণ্টের কারবার চালিয়ে যাবার পর অবশেষে বুধবার পুলিশের হাতে ধরা পড়ল বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের বাসিন্দা রবীন্দ্রনাথ বৈরাগ্য ওরফে রবি বৈরাগ্য। বুধবার বর্ধমানের রায়না থানার বাঁকুড়া মোড়ের একটি কারখানা থেকে কারখানার মালিক রবি বৈরাগ্য এবং কারখানার ম্যানেজার তারাপদ বৈরাগ্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়া মোড়ের একটি কোল্ড স্টোরেজের আড়ালে বেশ কিছুদিন ধরেই এই ভেজাল সিমেণ্টের কারখানা চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে আচমকা হানা দেন বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেণ্ট ব্লাঞ্চের অফিসাররা। রায়না থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন আচমকা কারখানায় হানা দিয়ে হাতেনাতে ধরে ফেলেন কারখানার মালিক ও ম্যানেজারকে। সেই সময় কারখানায় প্রায় ৮জন শ্রমিকও কাজ করছিলেন। তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় কারখানার বেশ কিছু মেশিনপত্র,ল্যাপটপ।

পুলিশ সুপার জানিয়েছেন, ওই কারখানা থেকে ১৫৪৪ বস্তা ভেজাল সিমেণ্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মাত্র এক বস্তা গঙ্গার পলি। এছাড়াও একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, ধৃত ওই কারখানার মালিক জানিয়েছেন, প্রায় মাস ৬ আগে ভাড়ায় তিনি এই জায়গায় কারখানা তৈরী করেন। এই কারখানা করার জন্য তাঁর নাকি কাগজপত্রও আছে বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভেজাল এই সিমেণ্ট বর্ধমানের বিভিন্ন ব্লকে পায়খানার পাট, সহ ক্ষুদ্র শিল্পে সরবরাহ করা হত। এছাড়াও পাশ্বর্বতী হুগলীতেও এই সিমেণ্ট সরবরাহ করা হত বলে তিনি জানিয়েছেন।



পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি নামীদামী সিমেণ্ট কোম্পানীর নষ্ট হয়ে যাওয়া (ড্যামেজ) সিমেণ্টগুলিকে নিয়ে আসা হত এই কারখানায়। এই কারখানায় জমাট বেঁধে যাওয়া সিমেণ্টগুলিকে ফের গুঁড়ো করে তার সঙ্গে গঙ্গার পলি মেশানো হত। এরপর পুনরায় মেশিনের সাহায্যে সেই ভেজাল সিমেণ্টকে ভরে দেওয়া হত নামীদামী কোম্পানীর সিমেণ্টের বস্তায়। এরপর তা চালান করে দেওয়া হত। এদিন এই ঘটনায় জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। কারখানার মালিক এবং ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর কারখানার শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। কারখানার কো্নো শ্রমিককে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানিয়েছেন। তবে কোথা থেকে এই সিমেণ্টের নষ্ট হয়ে যাওয়া বস্তাগুলি নিয়ে আসা হত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নামীদামী কোম্পানীর কেউ জড়িত কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ সুপার জানিয়েছেন, এখনও এব্যাপারে তাঁরা কিছু জানতে পারেননি। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার পর তদন্ত করে দেখা হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});