Headlines
Loading...
বর্ধমানে চিটফাণ্ডে ক্ষতিগ্রস্থ আমানতকারী ও এজেণ্টদের বিক্ষোভ

বর্ধমানে চিটফাণ্ডে ক্ষতিগ্রস্থ আমানতকারী ও এজেণ্টদের বিক্ষোভ


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ রোজভ্যালি সহ বিভিন্ন চিটফাণ্ড সংস্থায় টাকা রেখে প্রতারিত হওয়ার পরও টাকা ফেরত না পাওয়ায় সোমবার বর্ধমান শহরে বিক্ষোভ দেখালো অলবেঙ্গল চিটফাণ্ড সাফারার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটি। সোমবার বর্ধমান ষ্টেশন থেকে প্রায় ৩০০ আমানতকারী এবং এজেণ্ট এদিন মিছিল করে বর্ধমান কার্জন গেটে বিক্ষোভ সমাবেশ করে। পরে ৬ দফা দাবীতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।


দাবীগুলির মধ্যে রয়েছে অবিলম্বে আমানতকারী ও এজেণ্টদের টাকা ফেরত দেবার ব্যবস্থা করা,চিটফাণ্ডে ক্ষতিগ্রস্থ আত্মহননকারী পরিবারদের ১০ লক্ষ টাকা করে সরকারী ক্ষতিপূরণ দেওয়া,চিটফাণ্ড কোম্পানীর সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবী করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});