ফোকাস বেঙ্গল ডেস্ক,জলপাইগুড়িঃ নিজের বাড়ীতেই এক পুলিশ কর্মীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত ঝা বাড়ি মোড়ে। মৃতার নাম কল্পনা বর্মন (৩৫)।
বৃহস্পতিবার সকালে বাড়ির ঠাকুর ঘর থেকে কল্পনা দেবীর ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কল্পনা দেবীর এই আকস্মিক মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে।
বৃহস্পতিবার সকালে বাড়ির ঠাকুর ঘর থেকে কল্পনা দেবীর ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কল্পনা দেবীর এই আকস্মিক মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার স্বামী এএসআই রবীন বর্মন বর্তমানে জলপাইগুড়ি ডিএসপি ট্রাফিকের অধীনে কর্মরত। কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ আরো বিস্তারিতভাবে জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

