
ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ এবার আবার নতুন আতংক। নাম মোমো। না, এটা কোন খাদ্যের নাম নয়। এটা একটা নতুন অনলাইন সুইসাইড গেম। কিছুদিন আগেই ব্লু হোয়েল নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। সেই অনলাইন গেমের কারণে আত্মহত্যা করতে দেখ যাচ্ছিল কিশোর-কিশোরীদেরও। রীতিমত আতঙ্ক ছড়িয়েছিল। এবার সেই মরণ-খেলার রেশ কাটতে না কাটতেই হাজির আরও এক সুইসাইড গেম। গেমের প্রকৃতি দেখে প্রাথমিকভাবে সেরকমটাই অনুমান করা হচ্ছে।
মূলত হোয়াটস অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই মারণ গেম।এই গেমেও একের পর এক চ্যালেঞ্জ আসতে শুরু করবে। ব্লু হোয়েলের মতই এই গেমও শেষ হবে গেমারের মৃত্যু দিয়ে। অর্থাৎ কোনও না কোনও অছিলায় গেমারকে আত্মহত্যা করতে বাধ্য করানোই আসল উদ্দেশ্য। ঠিক ব্লু হোয়েলের মতোই।
টেক্সট করে কাউকে অজানা এক নাম্বারে ‘মোমো’ লিখতে বলা হবে। মোমো লিখে টেক্সট করার মানে সে এই গেমে অংশ নিতে আগ্রহী। এর পর থেকেই গেমার বিভিন্ন রকম ভূতুড়ে ছবি পেতে শুরু করবে। এরপরই স্ক্রিনে ফুটে উঠবে এক ভয়ঙ্কর ছবি। ঠিকরে বেরিয়ে আসছে তার দুটো চোখ। ইতিমধ্যেই ইন্টারনেটে এমন এক মহিলার ছবি ভাইরাল। সেই মহিলাই এখন ভয় ছড়াচ্ছে চারপাশে।
ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশ এই মারণ গেম বন্ধে কঠোর পদক্ষেপ করতে শুরু করেছে। পাশাপাশি সতর্কতাও বাড়ানো হয়েছে।
