Headlines
Loading...
তিনটি চোরাই মোটর বাইক সহ গ্রেপ্তার বাবা ও ছেলে

তিনটি চোরাই মোটর বাইক সহ গ্রেপ্তার বাবা ও ছেলে


ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ তিনটি চোরাই মোটর বাইক সহ বাবা ও ছেলেকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। 

জানা গেছে, শুক্রবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নওদা যদুপুর এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ স্থানীয় বাসিন্দা আতারুল হক এর বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি চোরাই মোটর বাইক উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় আতারুল হক এবং তার ছেলে আলিউল হককে। 

পুলিশ সূত্রে জানা গেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মোটরবাইক গুলি চুরি করে নিয়ে আসা হয়েছে। অনুমান করা হচ্ছে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করা হত এই বাইকগুলি। কিন্তু তার আগেই বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কতজন যুক্ত আছে তা জানতে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});