Headlines
Loading...
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, আদালতের দ্বারস্থ প্রতারিত মহিলা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, আদালতের দ্বারস্থ প্রতারিত মহিলা



ফোকাস বেঙ্গল ডেস্ক,ইসলামপুরঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর বিয়ে না করার অভিযোগে আদালতে দ্বারস্থ হলেন প্রতারিত মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার শিকারপুর গ্রামে। আদালত পুলিশকে আইনগত ব্যবস্থা নেবার নির্দেশ দিলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত। 

জানা গেছে, গোয়ালপোখর থানার বাগডোগরা গ্রামের আনোয়ার আলমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন চাকুলিয়া থানার অন্তর্গত শিকারপুর গ্রামের এক মহিলা। অভিযোগ, আনোয়ার আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একধিকবার সহবাস করে ওই মহিলা সঙ্গে। মহিলা গর্ভবতী হয়ে পড়লে তাকে বিয়ে করতে অস্বীকার করে আনোয়ার। বিষয়টি নিয়ে গ্রামে শালিশী সভাও বসানো হয়। সেখানে আনোয়ারকে বিয়ে করার বিধান দিলেও গ্রামের মাতব্বরদের নিদানকে পাত্তা না দিয়ে সে পালিয়ে যায়। বাধ্য হয়েই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে শরণাপন্ন হন ওই মহিলা।

আদালত ধর্ষন, বিশ্বাসভঙ্গ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে গোয়ালপাখর থানার পুলিশকে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশের পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ প্রতারিত মহিলা এবং তার মায়ের। 

গোয়ালপোখর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের কাছে আদালতের নির্দেশ আসা মাত্রই অভিযুক্তদের গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারে নি। অভিযুক্তকে খুঁজতে তল্লাশি অভিযান জারি রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});