Headlines
Loading...
বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২


ফোকাস বেঙ্গল ডেস্ক,কোচবিহারঃ বড়সর সাফল্যের মুখ দেখল কোচবিহার পুলিশ। দিনহাটা কৃষিমেলা মাঠ সংলগ্ন এলাকা থেকে বেনাইনি আগ্নেয়াস্ত্র সহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরলেন কোচবিহার জেলা পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে।
এদিন পুলিশ সুপার জানিয়েছেন, দিনহাটা সংলগ্ন এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক দুই ব্যাক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর ধৃতদের কাছে জানতে পারা যায়, এই এলাকায় বেআইনি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে এসেছিল তারা। ধৃতদের কাছ থেকে ৪ টি অত্যাধুনিক পিস্তল, ৭ টি ম্যাগাজিন, ৩ টি মোবাইল,১ টি ডঙ্গল সহ উদ্ধার হয় ১১ টি গুলিও। ধৃত দুজনের নাম হিরেন রায় ও ছোটন বর্মন। সোমবার ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালত পেশ করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});