
ফোকাস বেঙ্গল ডেস্ক,শিলিগুড়িঃ শনিবার সকালে আচমকাই ভেঙে পড়লো এক সাথে ১৫ টি দোকান ঘর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির চম্পাসারি মোড়ের রাস্তার ধারে। আচমকা দোকানঘর ভেঙ্গে পড়ায় চরম সমস্যায় পড়েছে দোকানিরা। প্রায় ১৫ টি দোকান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
ক্ষতিগ্রস্ত এক দোকানদার জানিয়েছেন ,এই স্থানের মাটি আগে থেকেই নরম ও রাস্তার থেকে অনেকটাই নিচে। তাই কাঠের বাঠাম নিচে লাগিয়ে উঁচু করা হয়েছিল। কিন্তু এগুলি দীর্ঘদিন মাটির নিচে থাকায় পচে গিয়েছিল। যার জন্য এই লাইনের মোটামোটি ১৫টি দোকান একসাথে ভেঙে পড়ে। এখন ভেঙে পড়া জিনিসগুলি সরানোর কাজ করা হচ্ছে।
